ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাল আমদানিতে দ্বিগুণ শুল্কারোপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
চাল আমদানিতে দ্বিগুণ শুল্কারোপ ফাইল ফটো

ঢাকা: চাল আমদানিতে দ্বিতীয়বারের মতো শুল্কারোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার ১০ শতাংশ বাড়িয়ে শুল্ক ২০ শতাংশে নেওয়া হয়েছে।

আমদানি নিরুৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানা যায়।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

চলতি বছরের মে মাসে অর্থমন্ত্রীর ঘোষণার পর ১০ শতাংশ শুল্কারোপ করে এনবিআর। নভেম্বরে খাদ্যমন্ত্রীর ঘোষণার পর ফের ১০ শতাংশ শুল্কারোপ হয়।
 
এনবিআর সূত্র জানায়, কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে ১২ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে বৈঠকে চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়।
 
বৈঠকে কমিটির সুপারিশ অনুযায়ী শুল্ক দ্বিগুণ করতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী শুল্ক বাড়ানোর ইঙ্গিতও দেন।
 
সূত্র আরও জানায়, ২৪ নভেম্বর বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির অনুষ্ঠানে দাবির প্রেক্ষিতে খাদ্যমন্ত্রী শুল্ক বাড়ানোর আবারও ইঙ্গিত দেন।
 
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ১০ শতাংশ শুল্কারোপের পরও চাল চলে আসছে। শুল্ক দ্বিগুণ হলে আশা করি আমদানি নিরুৎসাহিত হবে।
 
অর্থমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
 
বর্তমানে নেপালে চাল রফতানি হচ্ছে, রফতানি হয়েছে শ্রীলঙ্কায়। এছাড়া আফ্রিকার দেশগুলোতে চাল রফতানির চেষ্টা করছে সরকার।
 
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।