ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় মার্কেন্টাইল ব্যাংকের ১০৫তম শাখা উদ্ভোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আশুলিয়ায় মার্কেন্টাইল ব্যাংকের ১০৫তম শাখা উদ্ভোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া(ঢাকা): উন্নত গ্রাহকসেবা প্রদানের লক্ষে সাভারের আশুলিয়ায় মার্কেন্টাইল ব্যাংক এর ১০৫ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশুলিয়ার বাইপাইল এলাকায় জহির প্লাজায় ফিতা কেটে শাখার উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এহ্সানুল হক ।



এসময় গ্রাহকদের উদ্দেশ্যে প্রধান অতিথি আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন)বলেন, মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সাল থেকে জনগণের সেবা দিয়ে আসছে। বিজয়ের মাসে আমরা এ ব্যাংক উদ্ভোদন করে অত্যন্ত আনন্দিত। এটি সবসময় আরও বেশি মানুষের কাছে পৌছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তুত করার কাজ করবে।

এই শাখার মাধ্যমে এখন থেকে শিল্প এলাকার ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

উদ্বোধন শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।