ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শরীয়তপুরে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
শরীয়তপুরে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজার এলাকায় ন্যাশনাল ব্যাংকের ১৮৬তম শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী সাঈদুর রহমান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন।



‍এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, আংগারিয়া বাজার কমিটির সভাপতি আজিজুল হক মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুস সাত্তার খান, চিতলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদার, ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল ও আংগারিয়া ন্যাশনাল ব্যাংক শাখার ম্যানেজার রবিউল ইসলাম।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল ব্যাংকের রিজিওনাল হেড (খুলনা) মোস্তাক আনোয়ার খান।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।