ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংক টি২০ টুর্নামেন্টে বিজয়ী রিটেইল গ্লাডিয়েটরস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ব্র্যাক ব্যাংক টি২০ টুর্নামেন্টে বিজয়ী রিটেইল গ্লাডিয়েটরস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্র্যাক ব্যাংক টি২০ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী হয়েছে রিটেইল গ্লাডিয়েটরস। লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাইস্কুল মাঠের ফাইনালে এসএমই স্পাইডারসকে হারায় তারা।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হুসাইন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

সম্প্রতি অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড় ও ব্র্যাক ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ, ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।