ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্টস মালিকদের সিএসআর ব্যয়ের অনুরোধ গর্ভনরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
গার্মেন্টস মালিকদের সিএসআর ব্যয়ের অনুরোধ গর্ভনরের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান শ্রমিকদের উন্নয়নে গামের্ন্টস মালিকদের সিএসআর (কর্পোরেট সোস্যাল রিসপনসিবিলিটি) ব্যয়ের অনুরোধ করেছেন।

কর্পোরেট সোস্যাল রিসপনসিবিলিটি অ্যান্ড আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্ট রিসার্চ ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।



মঙ্গলবার (২২ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে সিএসআর সেন্টার ও আগা খান ফাউন্ডেশন বাংলাদেশ।

গর্ভনর বলেন, দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরতদের ৮৫শতাংশই নারী শ্রমিক। তাদের উন্নয়নে কাজ করলে আরও ভালোভাবে কাজ করতে পারবে এসব শ্রমিকরা। আমাদের বোঝা উচিত, তাদের সন্তানদের সঠিক উন্নয়ন না হলে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়।

বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে অর্থনৈতিক উন্ননে অবদান রাখছে এই নারী শ্রমিকরাই। বিশ্ববাজারে পোশাকের গায়ে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা দেখে আমরা গর্ববোধ করি একমাত্র নারী শ্রমিকদের কল্যাণেই।

সেমিনারে ‘র‌্যাপিড বেইস স্ক্যান অন কারেন্ট প্রাইভেট সেক্টর ইনগেজমেন্ট ফর চাইল্ড রিলেটেড সিএসআর ইন দ্য গার্মেন্টস সেক্টর ইন ঢাকা’ একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন,  বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম নেসার উদ্দিন ভূইয়া, কানাডিয়ান হাইকমিশনের ডেপুটি কনস্যুলার ব্রেইন আল্লেমিকিন্ডারস, আগা খান ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালিমাহ কাসসামও দিলশান দোসসানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।