ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টাঙ্গাইলে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
টাঙ্গাইলে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আধুনিক গ্রাহকসেবা সম্প্রসারণের অংশ হিসেবে টাঙ্গাইলে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ স্থাপন করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, টাঙ্গাইল শহরের বাস টার্মিনাল শাখায় এ এটিএম বুথটি স্থাপন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. আবু নাসের।

ব্যাংকের ডিএমডি হাসান ইকবাল ও ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ফজলুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অননুষ্ঠানে সভাপতিত্বে করেন ব্যাংকের টাঙ্গাইল এরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক লায়েস আহমদ সাদরুল আলম।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।