ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর্ণফূলী টানেল নির্মাণে ঠিকাদার নিয়োগ অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
কর্ণফূলী টানেল নির্মাণে ঠিকাদার নিয়োগ অনুমোদন

ঢাকা: কর্ণফূলী নদীর তলদেশে টানেল নির্মাণে চীন সরকার মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিসিসিসি) নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
 
বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ অনুমোদন দেওয়া হয়।

কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি জানান, ৫ হাজার ৬৪৬ কোটি টাকা ব্যয়ে এ টানেল নির্মাণ করা হবে। ভ্যাটসহ এতে ব্যয় হবে ৬ হাজার ৪৭৮ কোটি টাকা।
 
চট্টগ্রামে ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করে কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করতে গত ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাড়ে আট হাজার কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দেয় সরকার।
 
এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে ৪ হাজার ৭৯৯ কোটি ৪৪ লাখ টাকা দেবে চীনের এক্সিম ব্যাংক।
 
বাকি ৩ হাজার ৬৪৭ কোটি ৬৪ লাখ টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। প্রকল্প বাস্তবায়ন করবে সেতু কর্তৃপক্ষ।
 
টানেল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গত বছর ১০ জুন চীনের বেইজিংয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।  
 
এরপর গত ৩০ জুন সেতু কর্তৃপক্ষ ও সিসিসিসি’র মধ্যে বাণিজ্যিক চুক্তি হয়।
 
এ টানেল নির্মাণ সরকারের ‘স্বপ্নের প্রকল্প’ অভিহিত করা হয় প্রকল্প প্রস্তাবে।

প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার চট্টগ্রাম নগরীকে চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ হিসেবে গড়ে তোলা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএমএ/জেডএস

** ১১ লাখ টন জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।