ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বনানীতে ‘মন্টে কার্লো’র উইন্টার কার্নিভাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বনানীতে ‘মন্টে কার্লো’র উইন্টার কার্নিভাল ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বনানীতে উইন্টার কার্নিভাল’র আয়োজন করেছে ‘মন্টে কার্লো’ নামের একটি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান।
 
বুধবার (২৩ ডিসেম্বর) শুরু হওয়া দুই মাসব্যাপী এ উইন্টার কার্নিভালের কেক কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান দিপু।



মন্টে কার্লোর পক্ষ থেকে জানানো হয়, কার্নিভালে নারী-পুরুষের জ্যাকেট, কোট, কার্ডিগ্যান, সুয়েটার, পুলওভার, এক্সক্লুসিভ শাল, ট্র্যাকস্যুটসহ ছোটদের সব ধরনের পোশাক পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুন্নাহার, অভিনেতা ইমন, নীরব, মডেল হিরা, সুজানা, প্রিয়াংকা ও তানহা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।