ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএফএল ইলেক্ট্রনিক্সের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএফএল ইলেক্ট্রনিক্সের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিবেশকদের নিয়ে সম্মেলন করেছে আরএফএল ইলেক্ট্রনিক্স।

সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে ভিশন এবং ক্লিক ব্র্যান্ডের পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট ৬৫০ জন পরিবেশক অংশ নেন।



সম্মেলনে আরএফএল’র পরিচালক আরএন পল বলেন, আমরা স্বয়ংক্রিয়ভাবে মেশিনে মানসম্পন্ন ফ্যান উৎপাদনে সক্ষম হয়েছি। আগামীতেও আমরা দেশের চাহিদা মেটাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন পণ্য যৌক্তিক মূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. মনিরুজ্জামান মন্ডল, জেনারেল ম্যানেজার মাহবুবুল ওয়াহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।