ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষকের উন্নতি তো দেশের উন্নতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
কৃষকের উন্নতি তো দেশের উন্নতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষকের উন্নতি তো দেশের উন্নতি। কৃষকদের অর্জিত আয় উন্নত বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখবে।



শুক্রবার (২৫ ডিসেম্বর) ঈশ্বরদী খাদ্য গুদামে (এলএসডি) ২০১৫-১৬ মৌসুমের আমন চাল অভ্যন্তরীণ সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে কৃষকদের জীবনমান উন্নত করার ঘোষণা দিয়েছেন। কৃষকদের ভাগ্যোন্নয়নে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশকে বিশ্বের কাছে মডেল হিসেবে দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের কৃষক এখন আধুনিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকরা দেশকে উন্নতির শিখরে দাঁড় করাচ্ছে।

ঈশ্বরদী এলএসডিতে অভ্যন্তরীণ আমন সংগ্রহের পরিমাণ ৩ হাজার ৫০০ মেট্রিক টন। আমন চালের সংগ্রহমূল্য ধার্য্য রয়েছে প্রতি কেজি ৩১ টাকা।

খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা বোরহান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী শাকিল মাহমুদ, উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, উপজেলা চাল মিল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুলমত হায়দার, ব্যবসায়ী শরফুজ্জামান বিডন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।