ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্টস শ্রমিকদের সাত দফা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
গার্মেন্টস শ্রমিকদের সাত দফা দাবি ছবি: জি এম মুজিবুর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোট মজুরির শতকরা ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান, রেশনিং ব্যবস্থা চালু ও শ্রমিকদের থাকার ব্যবস্থাসহ সাত দফা দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ।

শনিবার ( ২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্রমিক সংগঠনের নেতারা এ দাবি জানান।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১.গার্মেন্টস শ্রমিকদের জীবন যাত্রার ব্যয় নির্বাহের জন্য ২০১৬ সাল থেকে মোট মজুরির শতকরা ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।

২. শ্রম আইন ও বিধিমালায় সন্নিবেশিত শ্রমিক স্বার্থ এবং ট্রেড ইউনিয়ন সংগঠনবিরোধী অংশসমূহ সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৩. শ্রম দফতর ও কলকারখানা পরিদর্শন পরিদফতর থেকে অসৎ ও ঘুষখোর কর্মকর্তাদের অপসারণ করতে হবে।

৪. অবিলম্বে সকল গার্মেন্টস কারখানায় স্বাস্থ্যহানিকর, অস্বাভাবিক টার্গেট প্রোডাকশনের চাপ বন্ধ করতে হবে।

৫. গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

৬. আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন নং ১ বিরোধী জেনারেল ডিউটির পর দৈনিক ঘণ্টার অতিরিক্ত ওভারটাইম করা যাবে না মর্মে শ্রম আইন ধারা-১০০ ও ১০২ প্রয়োগ থেকে অব্যাহতি প্রদানের জন্য শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করতে হবে।

৭. কারখানার আশপাশে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে।

এসব দাবি মানা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্পাদক মঈনউদ্দিন মন্ডল,গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।