ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুরাদপুরে আল-আরাফাহ ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
মুরাদপুরে আল-আরাফাহ ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ঢাকা: আধুনিক গ্রাহকসেবা সম্প্রসারণের অংশ হিসেবে চট্টগ্রামের মুরাদপুরে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ চালু করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

সোমবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মুহাম্মদ লিয়াকত আলী চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোন প্রধান মুহাম্মদ মুজিবুল কাদের, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আকতার কামাল, মুরাদপুর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ছালামতউল্লাহ, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক শওকতুল ইসলাম, জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মো. শামশুদ্দিন বাবর, পদুয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবদুর রশীদ এবং পথেরহাট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ জালাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।