ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন বাংলাদেশিদের নলকূপ-সাইকেল দিলো সোনালী ব্যাংক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নতুন বাংলাদেশিদের নলকূপ-সাইকেল দিলো সোনালী ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার সদ্যবিলুপ্ত নগর জিগাবাড়ি ছিটমহলের চার পরিবারকে বাইসাইকেল ও নলকূপ দিয়েছে সোনালী ব্যাংক।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে সোনালী ব্যাংক নীলফামারী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অমরেন্দ্র নাথ বিশ্বাস প্রধান এসব বিতরণ করেন।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংক নীলফামারী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রশিদুল ইসলাম, ডিমলা শাখার ব্যবস্থাপক সাদেকুল ইসলাম ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অমরেন্দ্র নাথ বিশ্বাস জানান, ব্যাংকের সিএসআর প্রকল্পের আওতায় তিন পরিবারকে একটি করে বাইসাইকেল ও একটি পরিবারকে নলকূপ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।