ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন বছরে পোশাক শ্রমিকদের ৬ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নতুন বছরে পোশাক শ্রমিকদের ৬ দাবি (ফাইল ফটো)

ঢাকা: নতুন বছরের প্রথম দিনে ৬ দফা দাবি আদায়ের অঙ্গীকার করেছে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে ৬ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি শ্রমিক নেতা আমিরুল হক আমিন।



উত্থাপিত ৬ দফা দাবি হলো- নিরাপদ কর্মস্থল, জীবন যাপন উপযোগী মজুরি, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার, সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি, সব কারখানায় চাইল্ড কেয়ার সেন্টারের ব্যবস্থা।

আমিরুল হক আমিন বলেন, শ্রমিকদের সচেতন হতে হবে নিজেদের অধিকার আদায়ে। অধিকার আদায়ের আন্দোলনে রাস্তায় থাকতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে প্রয়োজনে ৩৬৫ দিন রাস্তায় থাকব আমরা।

নারী শ্রমিকদের অধিকার আদায়ের প্রসঙ্গে এই শ্রমিক নেতা বলেন, মাতৃত্বকালীন ছুটির বিষয়ে আমাদের বোনদের সচেতন হতে হবে। এসব ছুটি তাদের অধিকার।

মানববন্ধন শেষে একটি মিছিলে অংশ নেন পোশাক শ্রমিকরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্সসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
ইউএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।