ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় আমন মৌসুমের চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
নওগাঁয় আমন মৌসুমের চাল সংগ্রহ শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় শুরু হয়েছে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম।

রোববার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা খাদ্য গুদামে ফিতা কেটে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।



অনুষ্ঠানে জেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা ও মিল মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ মৌসুমে নওগাঁ জেলায় সরকারিভাবে ১৩ হাজার ৭০ মেট্রিক টন আমন সেদ্ধ চাল সংগ্রহ করা হচ্ছে। সেই লক্ষ্যে জেলার এক হাজার ২০০ মিলারের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করা হয়।

এ বছর ১৫ মার্চ পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।