ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসিক ব্যাংকের অপসারিত ২ ডিএমডি ও ১ ডিজিএম গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
বেসিক ব্যাংকের অপসারিত ২ ডিএমডি ও ১ ডিজিএম গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসিক ব্যাং‌কের দুই হাজার কো‌টি টাকা ঋণ কে‌লেঙ্কা‌রির মামলায় ব্যাংকের অপসারিত দুই উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন, মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি বেসিক ব্যাংকের ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শিপার আহমেদ।



ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে এ তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করে দুদক। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে নিয়ে দুদক সাতদিনের রিমান্ড চাইবে বলে জানা গেছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, মতিঝিল থানায় দুদকের ৫৩ ও ৫৪ নম্বর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের আদালতে নিয়ে যাওয়া হবে।

দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহার নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।