ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকে ‘এলসি অ্যাডভাইজিং ইউনিট’ উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ন্যাশনাল ব্যাংকে ‘এলসি অ্যাডভাইজিং ইউনিট’ উদ্বোধন ছবি : সংগৃহীত

ঢাকা: বিদেশি ব্যাংকের ঋণপত্র অ্যাডভাইস করা এবং গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আন্তর্জাতিক বিভাগের অধীনে ‘এলসি অ্যাডভাইজিং ইউনিট’ নামে একটি নতুন বিভাগ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।



ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্ ও এ এস এম বুলবুলসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।