ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা: ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দল।

সোমবার (১১ জানুয়ারি) রাষ্ট্রদূতের ঢাকাস্থ বাসভবনে তাদের  এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।



সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পোশাক শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএ-এর সভাপতি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ সময় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, সহ-সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।