ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলায় সিঙ্গার কিচেন পণ্যে মূল্য ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
মেলায় সিঙ্গার কিচেন পণ্যে মূল্য ছাড় ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেশ কিছু পণ্যের মূল্য ছাড় দিচ্ছে দোকানিরা। পাশাপাশি একটি কিনলে আরেকটি ফ্রি দিচ্ছে সিঙ্গার কিচেন অ্যান্ড অ্যাপ্লাইয়েন্স।


 
রোববার (১৭ জানুয়ারি) বাণিজ্য মেলায় সিঙ্গারের নির্ধারিত এক স্টলে গিয়ে এমনটাই জানা গেল।

স্টলের বিক্রয়কর্মী শফিকুল ইসলাম জানান,  এবার মেলায় সিঙ্গার কফি ম্যাকারে (জার্মানি) রয়েছে সর্বোচ্চ ৬৫ শতাংশ মূল্য ছাড়। পাঁচ হাজার ১৫০ টাকার এ পণ্যটি, মেলা উপলক্ষে মাত্র দুই হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
 
এছাড়া রাইস কুকারের সঙ্গে একটি সালাত কাটিং বোর্ড, ইন্ডাকশন কুকারের সঙ্গে পাতিল, প্রীতি মিক্সচার ব্লেন্ডারের সঙ্গে স্পাইসি ট্রে ফ্রি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
 
এদিকে সিঙ্গারের ইলেক্ট্রনিক সেলাই মেশিন কিনলে ৪০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে ও মাইক্রোওভেনে ক্রেতারা ৫ শতাংশ মূল্য ছাড় পাচ্ছেন বলে জানিয়েছেন শফিকুল।
 
তবে সিঙ্গার কিচেন অ্যাপ্লাইয়েন্সের অন্যান্য পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে।

স্টলে এসব পণ্য কিনতে ক্রেতাদের বেশ আগ্রহও দেখা যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
টিএইচ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।