ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সায়মান বিচ রিসোর্টে এয়ারটেলের বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সায়মান বিচ রিসোর্টে এয়ারটেলের বিশেষ ছাড় ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও সায়মান বিচ রিসোর্টের মধ্যে একটি করপোরেট চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, এয়ারটেল ফেভারিটস ও এয়ারটেল কর্মকর্তারা কক্সবাজার সমুদ্রসৈকতের তীরবর্তী পাঁচতারকা মানের সায়মান বিচ রিসোর্টে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন।


 
২২৮টি রুম সমৃদ্ধ এ বিচ হোটেলটিতে আছে ১৬টি প্যানোরমা ওশান স্যুট, যা দেবে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে বঙ্গোপসাগর দেখার সুবিধা। এছাড়াও এতে আছে ৩৬টি সি-ভিউ ডিলাক্স স্যুট, ১৭৬টি সি-ভিউ ও হিল-ভিউ রুম। এসব রুমে থাকছে আকর্ষণীয় এলসিডি টিভি, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, সেন্ট্রাল ওয়াটার হিটিং সিস্টেম ও রুম কন্ট্রোলারের মতো অত্যাধুনিক সুবিধা।
 
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এয়ারটেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বনানীর তাজওয়ার সেন্টারে চুক্তি অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মারিয়া হক, হেড-এইচ আর অপারেশন আসিফ আহমেদ ও ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন মোসাদ্দেক হোসেন খান উপস্থিত ছিলেন।

সায়মান বিচ রিসোর্টের পক্ষে ছিলেন এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং মাহবুব হোসেন, এক্সিকিউটিভ সেলস অ্যান্ড রিজার্ভেশন মনজুর হোসাইন এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ইমরান হুমায়ুন খান।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।