ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় যাবতীয় ব্যাংকিং সেবা দিচ্ছে মধুমতি ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বাণিজ্য মেলায় যাবতীয় ব্যাংকিং সেবা দিচ্ছে মধুমতি ব্যাংক ছবি : রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে: আন্তর্জাতিক বাণিজ্য মেলায় টাকা উত্তোলন, জমা, নতুন হিসাব খোলাসহ যাবতীয় ব্যাংকিং সেবা দিচ্ছে মধুমতি ব্যাংক লিমিটেড।
 
মেলায় গ্রাহকরা চাইলে প্রয়োজনীয় সব ব্যাংকিং সেবা নিতে পারেন চতুর্থ প্রজন্মের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্যাংকের রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ০২/এ স্টল থেকে।


 
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ব্যাংকটির স্টলের কর্মীরা এসব তথ্য জানিয়েছেন। সরেজমিনে ব্যাংকটির স্টলে ব্যাংকিং সেবা নিতে গ্রাহকদের ভিড় দেখা গেছে।
 
মধুমতি ব্যাংক লিমিটেড’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস মো. শাহীন হাওলাদার বাংলানিউজকে বলেন, সব শ্রেণির গ্রাহকরা যেন ব্যাংকিংয়ের যাবতীয় সেবা নিতে পারেন, সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন।

ব্যাংকটির কর্মীরা জানান, মেলা চলাকালে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, মধুমতি ডিপোজিট স্কিমসহ সব ধরনের হিসাব খোলা, যাবতীয় লেনদেন সম্পর্কিত ধারণা ও ঋণ প্রক্রিয়া, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধাভিত্তিক হিসাব, চেক বই সরবরাহ, পে-অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক গ্রহণ, কৃষি ঋণসহ ব্যাংকটির অন্যান্য সব সেবা পাওয়া যাচ্ছে স্টলটি থেকে।
 
ব্যাংকটির স্টল সূত্রে জানা গেছে, মধুমতি ব্যাংকে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাব রয়েছে। এসব প্রতিষ্ঠান মেলা শেষে টাকা জমা রাখছে এই ব্যাংকে। বিক্রোয়ত্তর সেবা পাওয়ায় তারা অনেক খুশি।
 
ব্যাংকটির আকর্ষণীয় সব সেবা সম্পর্কে ধারণা নিচ্ছেন দর্শনার্থীরা। এদের মধ্যে অনেকেই ব্যাংকটির সেবায় সন্তুষ্ট হয়ে নতুন হিসাব খুলছেন। তবে শুধু মধুমতি ব্যাংকের গ্রাহক নয়, যে কোনো ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারছেন এখান থেকে। এতে গ্রাহকদের ব্যাংকিং সেবা নিশ্চিত হচ্ছে। এছাড়া সম্প্রতি ভিসা কার্ডের সেবা চালু করেছে মধুমতি ব্যাংক।

সার্বিক বিষয়ে মো. শাহীন হাওলাদার বলেন, গতবারের মেলায়ও মধুমতি ব্যাংক অংশ নিয়েছিল। এতে ব্যাপক সফলতা পাওয়া গেছে। মেলায় অংশ নেওয়ার মাধ্যমে সব শ্রেণির গ্রাহকের সঙ্গে পরিচিত হচ্ছি আমরা।
 
তিনি আরও বলেন, ইতিমধ্যে আমাদের ডিপোজিটের পরিমাণ ১৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আয়োজকসহ দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান আমাদের গ্রাহক। আমরা তাদের পাশে আছি। চতুর্থ প্রজন্মের ব্যাংক হয়েও প্রযুক্তিনির্ভর উন্নত মানের ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
 
তিনি জানান, মধুমতি প্রগতি, মধুমতি প্রত্যাশা, অগ্রগতিসহ ভালো ভালো অফার রয়েছে ব্যাংকটির। এছাড়া কৃষি নির্ভর প্রতিষ্ঠান ও উদ্যেক্তাদের জন্য ব্যাংকটির বিভিন্ন অফার রয়েছে। ফলে কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও ব্যাংক থেকে সেবা পাচ্ছেন। ব্যাংকের কৃষি সংশ্লিষ্ট অফারের মধ্যে- মধুমতি শ্যামল মায়া, শ্যামল মা, শ্যামল ছায়া অন্যতম।

মেলায় গ্রাহকদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন ব্যাংকটির একঝাঁক তরুণ কর্মী। এদের মধ্যে মধুমতি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সালাউদ্দিন চৌধুরী ও ট্রেইনি অ্যাসিট্যান্ট অফিসার (এসএমই অ্যান্ড রিটেইলার ব্যাংকিং ডিভিশন) ফিরোজ মাহমুদ জানান, মেলার শুরু থেকেই গ্রাহকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
 
বাংলাদেশ সময় : ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
একে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।