ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুদ্রানীতি ঘোষণা বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মুদ্রানীতি ঘোষণা বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করবে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)।
 
কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে গর্ভনর ড. আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণা করবেন।



এবারের মুদ্রানীতিতেও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমানো ও ঋণের সুদ হার কমানোর ঘোষণা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ।
 
চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ ধরেই মুদ্রানীতির ঘোষণা দেওয়া হবে।
 
সবশেষ মুদ্রানীতিতে বেসরকারি খাতের রপ্তানিমুখী শিল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দেয়।
 
ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ না পারলেও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ৩৫ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।