ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় ইফাদের ছয় প্যাকেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বাণিজ্যমেলায় ইফাদের ছয় প্যাকেজ ছবি : পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতাদের জন্য ছয়টি প্যাকেজ রেখেছে ইফাদ মাল্টি প্রোডাক্ট লিমিটেড। এছাড়াও মেলা উপলক্ষে যেকোন পাঁচটি পণ্য কিনলে সঙ্গে একটি পণ্য ফ্রি দিচ্ছে কোম্পানিটি।


 
প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ (এইচআর) অফিসার আতাউল্লাহ রাজু বাংলানিউজকে জানান, এবার মেলায় ক্রেতাদের জন্য আমাদের ছয়টি প্যাকেজ রয়েছে। এগুলো হলো, ২০০ টাকায় নয় ধরনের বিস্কুটের একটি প্যাকেজ যার বাজার মূল্য ২২৭ টাকা। বিস্কুটের আরেকটি প্যাকেজ ৩০০ টাকা, এর বাজার মূল্য ৩৭৩ টাকা।
 
এছাড়া ৩৫০ টাকার তিন ধরনের নুডুলসের একটি প্যাকেজ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। ৪৯০ টাকার ফ্যামেলি বিস্কুট প্যাকেজের দাম ৪০০ টাকা ও বিস্কুটের বড় একটি প্যাকেজ ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে, যার বাজার মূল্য ৬০০ টাকা বলে তিনি জানিয়েছেন।
 
এছাড়া কোন ক্রেতা ইফাদের যেকোন পাঁচটি পণ্য কিনলে সঙ্গে একটি পণ্য ফ্রি দেওয়া হচ্ছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।
 
আতাউল্লাহ রাজু বলেন, মেলায় পণ্য নিয়ে আসার প্রধান উদ্দেশ্যে হলো গুণগত মান নিয়ে তৈরি ইফাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা দেওয়া।

১৮টি দেশে ইফাদের পণ্য রফতানি হয় জানিয়ে তিনি বলেন, ইফাদ সব সময় খাদ্যের মান সম্পর্কে সচেতন থেকে পণ্য উৎপাদন করে।
 
তিনি জানান, কোম্পানিটি ২৪ ধরনের বিস্কুট, ৪ ধরনের নুডুলস, ৪ ধরনের চিপস, ৬ ধরনের কেক, ৪ ধরনের বেকারি বিস্কুট, পানি, লবণ, মুড়ি, ড্রিংকিং পাউডারসহ মাল্টি প্রোডাক্ট উৎপাদন ও বাজারজাত করে থাকে।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।