ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় এসকেবি স্টিলে ১০ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বাণিজ্য মেলায় এসকেবি স্টিলে ১০ শতাংশ ছাড় ছবি : পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এসকেবি মূলত স্টেইনলেস স্টিল টিউব প্রস্তুত করলেও কোম্পানিটি ঘর, অফিস, হোটেল, হাসপাতাল, শো রুম, শপিংমলসহ অন্যান্য ক্ষেত্রে সাজসজ্জার আসবাবপত্রও প্রস্তুত করে।
 
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে তাদের নির্ধারিত স্টলে প্রতিষ্ঠানটি সব ধরণের পণ্যের উপর দিচ্ছে ১০ শতাংশ ছাড়।

এছাড়া মেলা থেকে বিনা খবরে কোম্পানির ব্যববস্থায় আসবাবপত্র ক্রেতাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।
 
এসকেবি স্টেইনলেস স্টিল মিলস কোম্পানির সিনিয়র ডিজাইনার আবু সায়েদ আশরাফ বাংলানিউজকে বলেন, ‘বন নিধন বন্ধ করুন, পরিবেশ রক্ষা করুন’ স্লোগান নিয়ে কাঠের বিকল্প ব্যবহার হিসেবে এসকেবি বিভিন্ন পণ্য উৎপাদন করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে বাণিজ্য মেলায় কথা হয় কোম্পানির সিনিয়র ডিজাইনার আবু সায়েদ আশরাফের সঙ্গে।
 
তিনি বলেন, তাদের প্রতিষ্ঠান মূলত স্টেইনলেস স্টিল টিউব প্রস্তুত করে থাকে, এগুলোর মধ্যে স্টিলের দরজা, বিভিন্ন ডিজাইনের পাইপ, সিটও প্রস্তুত করা হয়।
 
এছাড়া আসবাবপত্রের মধ্যে স্টিলের বেড, দোতলা, সোফা, ডাইনিং সেট, মেডিকেল চেয়ার, রকিং চেয়ার, সেলুন চেয়ার, টোল, ক্লথ হ্যাংগার, ট্রলি, কিচেন ক্যাবিনেট, বাথরুম ক্যাবিনেট, বাণিজ্যিক ট্রলি, লেডার, দোলনা, ফাইল ক্যাবিনেট, ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র ইত্যাদি প্রস্তুত করে থাকে কোম্পানি।
 
সব ধরনের আসবাবপত্রে আজীবন গ্যারান্টি রয়েছে জানিয়ে আশরাফ বলেন, ২০০৫ সাল থেকে শুরু হওয়া এসকেবির ফার্নিচারে মরিচা ধরে না। শুধু দেশেই না, প্রথম প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাল থেকে ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে গুণগত মান নিয়ে তৈরি এসকেবির বিভিন্ন আসবাবপত্র রফতানি করা হচ্ছে।

তিনি বলেন, গাজীপুরে কোম্পানির কারখানায় প্রায় ৪০০ ধরনের বিভিন্ন আসবাবপত্র তৈরি হচ্ছে। সারাদেশে ৮০০টি ডিলারের মাধ্যমে এসকেবি’র স্টেইনলেস স্টিল ও অন্যান্য আসবাবপত্র ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিএইচ/বিএস

** বাণিজ্যমেলায় ইফাদের ছয় প্যাকেজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।