ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘আইএস নেই, নিশ্চিন্তে ব্যবসা করুন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
‘আইএস নেই, নিশ্চিন্তে ব্যবসা করুন’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: ‘বাংলাদেশে আইএসের কোনো চিহ্ন নেই’ দাবি করে ব্যবসায়ীদের নিশ্চিন্তে ব্যবসার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি’র ৪র্থ সভায় সভাপতিত্ব করছিলেন তিনি।

 
 
শিল্পপতি ও ব্যবসায়ী নেতা একে আজাদ ও ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ আইএস প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, ‘বাইরের বায়াররা বাংলাদেশে আইএস আছে বলে নানা আপত্তি তোলেন। তাই এ সমস্যার সমাধান হওয়া দরকার’।
 
জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো চিহ্ন নেই। আপনারা নিজেরা নিশ্চিন্ত থাকুন ও বায়ারদের বলুন’।
 
এছাড়া রাজনৈতিক অস্থিরতা শুরু হতে পারে আশঙ্কায় থাকা ব্যবসায়ীদেরও নিশ্চিন্তে থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী।
 
তিনি বলেন, আমি আপনাদের এনশিওর করছি, ২০১৯ সালে নির্বাচন হবে। আপনারা শান্তিতে ব্যবসা করুন। কোনো অসুবিধা হবে না। গত জানুয়ারি ও এ জানুয়ারির তুলনা করে দেখুন। একইদিনে বড় দুই দলের জনসভা হয়েছে। কিন্তু কোথাও কোনো সমস্যা হয়নি।  
 
সভায় বিস্তারিত আলোচনা শুরুর আগে কমিটির আগের সভার সিদ্ধান্ত ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
 
এরপর পারস্পরিক সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক আলোচনা করেন মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
 
ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমছে
 
ভোক্তাদের জন্য সুখবর দিয়ে শেষ হয় সভাটি। এতে জানানো হয়েছে, আগামী শনিবার (১৬ জানুয়ারি) থেকে ভোজ্যতেলের দাম লিটারে পাঁচ টাকা কমছে।
 
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সভাপতি ফজলুর রহমান প্রথমে লিটার প্রতি চার টাকা কমানোর সিদ্ধান্ত সভাকে জানান। শুনে বাণিজ্যমন্ত্রী আর এক টাকা কমিয়ে লিটারে পাঁচ টাকা কম ধরতে অনুরোধ জানান।
 
জ্বালানি নীতিমালা চান ব্যবসায়ীরা
কবে নাগাদ গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে- সেসব নিয়ে সুস্পষ্ট তথ্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। তাই ভালোভাবে পরিকল্পনা করে এগোতে পারছেন না। শিগগিরই একটি জ্বালানি নীতিমালা করতে বাণিজ্যমন্ত্রীর কাছে দাবি তোলেন তারা।
 
জবাবে মন্ত্রী বলেন, এটিতো বাণিজ্য মন্ত্রণালয়ে করবে না। নীতিমালাটি করার কথা জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের। তবে আমি তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো, যেন দ্রুত সময়ে করার উদ্যোগ নেন তারা।
 
বাজেটের আগেই কর্পোরেট কর কমানোর ব্যবস্থা
আগামী বাজেট ঘোষণার আগেই কর্পোরেট ট্যাক্স কমানোর উদ্যোগ চান ব্যবসায়ীরা। রফতানিকারী ব্যবসায়ীদের চাওয়ার প্রেক্ষিতে সে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
শিগগিরই এ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করবেন। সে বৈঠকে এনবিআর চেয়ারম্যানও থাকবেন।
 
‘অডিট’- আপত্তি
অডিটে আপত্তি রয়েছে ব্যবসায়ীদের। অডিট থেকে পরিত্রাণ পেতে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তারা।
 
সভায় এ কে এম সেলিম ওসমান বলেন, অডিট কেন থাকবে? আমরা কি এতোই ছোট হয়ে গেছি? অডিটের জন্য তাদের পয়সাও দেওয়া হচ্ছে। কোথায় এমন প্রয়োজন এর। কবে একবার জামদানিতে সমস্যা হয়েছিল, সে কারণে এখন সবাইকে অডিট ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহবান জানাচ্ছি।
 
স্থানীয় মার্কেটে নারী কোটার উদ্যোগ আহ্বান
স্থানীয় মার্কেটগুলোতে ১০ শতাংশ নারী কোটা চালুর উদ্যোগ চান ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ। এতে নারী ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে- বলছেন তিনি।  
 
নারীদের প্লট ব্যবসায় সুযোগ দেওয়ার উদ্যোগও চান তিনি। এছাড়া নারী উদ্যোক্তাদের ঋণের সুবিধা সহজ করা, ৫০ শতাংশ সুবিধা পাওয়ার বিষয়টি চালু রাখার কথাও বলেন।
 
জবাবে মন্ত্রী বলেন, নারীদের জন্য যেকোনো মেলা, বিদেশে রফতানি বাড়ানোর উদ্যোগে সরকার নানামুখী সহযোগিতা চালু রেখেছে। সামনে এফবিসিসিআই নির্বাচনে নারীরা সরাসরি অংশ নেবেন।
 
‘ভিটামিন-এ’ তেল সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা
ভিটামিনের লোগোর লাইসেন্স পেতে ৩-৪ মাস অপেক্ষার সময়টিতে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে চান তেল সরবরাহকারী ও মিল রিফাইনারি মালিকরা।
 
দোষী না হয়েও তাদের জেল-জরিমানার শিকার হতে হবে বলে প্রক্রিয়া ও আইনি বিষয়ে সহযোগিতা চেয়েছেন তারা। বিএসটিআই লোগোর লাইসেন্স পেতে কালক্ষেপণ তাদের সমস্যা বাড়াচ্ছে বলে জানান।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসকেএস/এএসআর

** লিটারে ৫ টাকা কমছে ভোজ্যতেলের দাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।