ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দারাজ ডটকম ডটবিডি’তে মিলবে পিঅ্যান্ডজি’র পণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
দারাজ ডটকম ডটবিডি’তে মিলবে পিঅ্যান্ডজি’র পণ্য

ঢাকা: বাংলাদেশে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল’র (পিঅ্যান্ডজি) সৌন্দর্য পরিচর্যা ও স্বাস্থ্য বিষয়ক সব পণ্য এখন থেকে ই-রিটেইল শপ দারাজ ডটকম ডটবিডি’তে পাওয়া যাবে। এজন্য ভিজিট করতে হবে https://www.daraz.com.bd/p-g/ এই সাইটে।


 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গুলশানের একটি হোটেলে চুক্তি সইয়ের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দারাজ বাংলাদেশ লিমিটেড (daraz.com.bd) ও পিঅ্যান্ডজি’র অনুমোদিত পরিবেশক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস লিমিটেড (আইবিএল) এ ঘোষণা দিয়েছে।
 
সংবদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে ক্রেতারা দারাজ ডটকম থেকে জিলেট, প্যান্টিন, ওলে, হেড অ্যান্ড সোলডারস, প্যাম্পারস ব্র্যান্ডের মানসম্মত পণ্য কিনতে পারবেন। এছাড়া দারাজ ডটকম থেকে বিশেষ দামে বিশেষ কম্বো প্যাকেজ উপভোগ করা যাবে। পণ্যের দাম ১২৫ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।

ফাটাফাটি ফ্রাইডে’র ব্যাপক সাফল্যের পর ব্র্যান্ডটি দারাজের সঙ্গে যুক্ত হলো। এর ফলে দারাজের গ্রাহক সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
 
সংবাদ সম্মেলনে আইবিএল’র বিজনেস হেড দিব্যেন্দু দাশগুপ্ত বলেন, আমরা সব সময় গ্রাহকের সুবিধা বিবেচনা করে তাদের কাছে সেরা পণ্যটি পৌঁছে দেওয়া সহজ করতে চাই। সেজন্য আমরা দারাজ ডটকম ডটবিডির সঙ্গে যুক্ত হয়েছি। এতে করে গ্রাহকদের দোরগোড়ায় আমাদের নির্ভরযোগ্য ব্র্যান্ডের প্রোডাক্ট পৌঁছে দিতে সক্ষম হবো।
 
দারাজ বাংলাদেশ লিমিটেডের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা সুমিত সিং বলেন, জনপ্রিয় ও আস্থাশীল ব্যান্ডের তালিকায় পিঅ্যান্ডজি’কে যোগ করতে পেরে আমরা আনন্দিত। পিঅ্যান্ডজি’র সৌন্দর্য পরিচর্যা ও স্বাস্থ্য বিষয়ক পণ্যের ক্ষেত্রে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস। এর ফলে দারাজ ডটকম ডটবিডি’তে কেনা-কাটার ক্ষেত্রে আরো একটি সুযোগ যোগ হলো।
 
সংবাদ সম্মেলনে দারাজ এশিয়ার কো-সিইও বিয়ার্কে মিক্কেলসেন, আইবিএল’র হেড অব সেলস মাহবুব-ই-খোদাসহ দারাজ ও আইবিএল’র পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।