ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় ক্রেতা যখন এইচটি ইমাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বাণিজ্য মেলায় ক্রেতা যখন এইচটি ইমাম ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে ওঠেছে আরো আগেই। নানা বয়সী আর পেশার মানুষের সঙ্গে বাদ নেই রাজনীতিকরাও।



সোমবার (১৮ জানুয়ারি) এরই ধারাবাহিকায় মেলায় সরব উপস্থিতি দেখা গেল প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের।

তবে তিনি নিছক মেলা পরিদর্শনে আসেননি। কেনাকেটা করতেও দেখা গেল তাকে।

বর্তমান সময়ের আলোচিত এই নেতা, যিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন। মেলায় তিনি মেয়েকে সঙ্গে নিয়ে আসেন বেলা ১২ টার দিকে। প্রায় ঘণ্টাদেড়েক অবস্থান কালে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় তাকে দরদাম এবং পরখ করে বিভিন্ন সামগ্রি ক্রয় করতেও দেখা গেছে।

তিনি বাংলানিউজকে বলেন, মেলা পরিদর্শন নয়, ক্রয়ের জন্যই এসছি।
এরপর এই নেতা বঙ্গবন্ধু প্যাভিলিয়নও ঘুরে দেখেন। এ সময় বঙ্গবন্ধুর দুর্ভল আলোকচিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন।

এদিকে মেলা পরিদর্শনে এসেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। তিনিও মেলায় ঘণ্টাখানেক অবস্থান করেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০০১৬
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।