ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংক-ইসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আল-আরাফাহ্ ব্যাংক-ইসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রাহকের জাতীয় পরিচয় পত্রের তথ্য-উপাত্ত যাচাইয়ে নির্বাচন কমিশনের সেবা নেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

সোমবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।



ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় তথ্য ও পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) সৈয়দ মো. মুসা চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় তথ্য ও পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহা-পরিচালক ও প্রকল্প পরিচালক ব্রি. জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, আল-আরাফাহ্ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মুজাহিদ খালিদ, অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।