ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৫ দিন পর ফের আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
১৫ দিন পর ফের আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ দিন বন্ধ থাকার পর ফের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে উৎপাদন শুরু হয়।



কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।
 
চলতি অর্থ বছরে কারখানার আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল বিসিআইসি। তবে ঘনঘন কারখানার উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বাংলানিউজকে বলেন, গত ৪ জানুয়ারি কারখানার এসএনসি বয়লারে ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে। এ নিয়ে কারখানার বিভিন্ন ত্রুটির কারণে গত এক মাসে ছয় বার উৎপাদন বন্ধ হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক যতীশ চন্দ্র রায় জানান, কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও সার সংকট দেখা দেয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।