ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ হবে সাইনিং স্টার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বাংলাদেশ হবে সাইনিং স্টার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: আগামীতে বাংলাদেশ হবে সাইনিং স্টার ইন দ্যা গ্যালাক্সি অব কান্ট্রি বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

মঙ্গবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঝিনাইদহ শহরের ডা. কে আহমদ পৌর কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘শিল্প ও বাণিজ্য প্রসারে করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।



ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল হাই, সার্ক চেম্বার সভাপতি ও এফবিসিসিআইয়ের সহ সভাপতি মাহবুবুল আলম, পরিচালক দিলিপ কুমার আগারওয়াল, পরিচালক বজলুর রহমান, প্রবীর কুমার সাহা, নিজাম উদ্দিন, নাগিবুল আলম, ঝিনাইদহ চেম্বার সভাপতি মীর নাসির উদ্দিন ও  ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।

সেমিনারের আগে ঝিনাইদহ চেম্বার ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন আব্দুল মাতলুব আহমাদ।

এরআগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে তিনি ঝিনাইদহে আসেন। পরে বিকেলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মাঠে নিটল মটরস ও আঞ্চলিক অলিভ মটরসের উদ্যোগে ৩ দিনব্যাপী ‘টাটা গাড়ির গ্রান্ড মেলা-২০১৬’ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।