ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুক্রবার বসছে সর্বাধুনিক প্রযুক্তির রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
শুক্রবার বসছে সর্বাধুনিক প্রযুক্তির রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সর্বাধুনিক প্রযুক্তির রঙ বেরঙের জাপানি রিকন্ডিশন গাড়ি সম্পর্কে জানাতে ও সুলভ মূল্যে ক্রেতার হাতে পৌঁছে দিতে আগামী শুক্রবার (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’।
 
রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোটার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।


 
এতে নিজেদের পছন্দমতো গাড়ি দেখার পাশাপাশি যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন গাড়িপ্রেমীরা। সুযোগ রয়েছে মূল্য ছাড়ে গাড়ি কেনা ও বুকিং দেওয়ার। এছাড়া প্রদর্শনীতে বিভিন্ন ব্যাংক, বিমা, গাড়ি নিবন্ধনকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণও থাকবে।
 
ওইদিন বেলা ১১টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রদর্শনীতে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমসহ কয়েকটি গণমাধ্যম মিডিয়া পার্টনার হিসেবে থাকছে।
 
সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠন বারভিডা’র সেক্রেটারি জেনারেল মাহবুবুল হক চৌধুরী বাবর।
 
এসময় তিনি জানান, এ প্রদর্শনীতে বাংলাদেশে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবহারকারী এবং আগ্রহী ক্রেতাদের কাছে সর্বশেষ জাপানি নেক্সট জেনারেশন ভেহিক্যাল উপস্থাপন ও কারিগরি আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর স্টল থাকবে। সেখান থেকে গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে টি-আইএন বাধ্যতামূলক এবং পরবর্তী বছরের জন্য আয়কর পরিশোধ করার পদ্ধতি, যাদের ই-টিআইএন নেই তারা ই-টিআইএন এবং যাদের টিআইএন নেই তারাও জাতীয় রাজস্ব বোর্ডের স্টল থেকে বিভিন্ন তথ্য ও এসব সনদ সংগ্রহ করতে পারবেন।
 
৬০ হাজার বর্গফুট আয়তনের দু’টি হলে প্রায় ৪০টি স্টলে বর্ণিল ও চমৎকার সব রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শনের ব্যবস্থা থাকবে। সাশ্রয়ী মূল্যে পছন্দের গাড়ি বুকিং দিতে পারবেন দর্শনার্থীরা।
 
২৪ জানুয়ারি বেলা ১১টায় প্রদর্শনী প্রাঙ্গণে ফসিল ফুয়েল ও প্রাকৃতিক গ্যাস সাশ্রয়, বায়ু দূষণ রোধ ও বাসযোগ্য পরিবেশ বাস্তবায়নে হাইব্রিড যানবাহনের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
 
সম্মেলনে বারভিডার সভাপতি আব্দুল হামিদ শরীফ বলেন, প্রদর্শনীতে বিভিন্ন গাড়ি বিক্রয় কোম্পানি, ব্যাংক, লিজিং ও আর্থিক প্রতিষ্ঠান, সিএনজি কনভারশন সেন্টার, তেল, টায়ার কোম্পানি এবং ব্যাটারি প্রতিষ্ঠানের স্টল থাকবে। এখান থেকে গাড়ি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ সম্পর্কেও দর্শনার্থীরা জানতে পারবেন।
 
হামিদ শরীফ বলেন, এই মেলার মাধ্যমে ক্রেতারা জাপানি রিকন্ডিশন্ড গাড়ি ও মার্কেট সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। মেলায় প্রতিযোগিতামূলক বাজারে সুলভ মূল্যে গাড়ি ক্রয় থেকে শুরু করে ব্যাংক ঋণ, ইন্স্যুরেন্স, সার্ভিসিংসহ ওয়ান স্টপ সুবিধা পাওয়া যাবে।
 
প্রতিদিন প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ ফি ২০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।