ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীতার্তদের কম্বল দিলো এক্সিম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
শীতার্তদের কম্বল দিলো এক্সিম ব্যাংক

ঢাকা: শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার পিস কম্বল দিয়েছে এক্সিম ব্যাংক।

বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরীর হাতে কম্বলগুলো তুলে দেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।



এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান ও এক্সিম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি।

গভর্নর ড. আতিউর রহমানের আহবানে সাড়া দিয়ে এসব কম্বল দেওয়া হয়েছে বলেও এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ জানায়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।