ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্থিকখাতকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আর্থিকখাতকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: দেশের উত্তরাঞ্চল, চর, হাওর ও নদী ভাঙন এলাকার হত-দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের শীত নিবারণে দেশের গোটা আর্থিকখাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
 
সোমবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গর্ভনর এ আহ্বান জানান।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে শীতের প্রকোপ বেড়েছে। শৈত্য প্রবাহেরও আশঙ্কা রয়েছে। এই শীত ও শৈত্য প্রবাহের সময় উত্তরাঞ্চল, চর, হাওর ও নদী ভাঙন এলাকার হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করে।
 
তাদের শীত নিবারণ করতে আর্থিকখাতের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও কর্পোরেট হাউজগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ড. আতিউর রহমান।
 
দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ কার্যক্রমের হালনাগাদ তথ্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে অবহিত করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
 
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।