ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জেসিআই সভা

None | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেসিআই  সভা

ঢাকা: ব্যবসায়ীদের নতুন সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ২০১৬ সালের ঢাকা সাউথের বাজেট উপস্থাপন ও অনুমোদিত করার জন্য গত শনিবার রাজধানীর সিক্স সিজনে সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় সংগঠনের পক্ষ থেকে পুরো বছরের কর্মপরিকল্পনা তৈরি এবং উপস্থাপন করা হয়েছে।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা সাউথের তানভীর আমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা সাউথের সদস্যরা।

জেসিআই ঢাকা সাউথের সভাপতি তানভীর আমান বলেন, তরুণদের কাজে উৎসাহিত করা খুব জরুরি আমাদের দেশের জন্য । দেশকে উন্নত করতে হলে তরুণদের সব ধরণের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে এক-একজন তরুণকে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজকে এগিয়ে নিতে সহায়াতা করতে হবে। আর এই লক্ষ্য বাস্তবায়নে সবধরনের সহযোগিতা করবে জেসিআই।

সংগঠনটি নিয়মিত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচির মতো বিভিন্ন সামাজিক সহায়তামূলক কাজও পরিচলানা করছে বলে সভায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।