ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিআরটির দামে ওয়ালটনের এলইডি টিভি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সিআরটির দামে ওয়ালটনের এলইডি টিভি ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সিআরটি টিভির দামে এলইডি টিভি দিচ্ছে ওয়ালটন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ওয়ালটনের প্যাভিলিয়নে গিয়ে জানা যায়, ওয়ালটন টিভির বিশেষ মূল্য ছাড় চলবে মেলার শেষ দশ দিন।

ওয়ালটনের প্যাভিলিয়নে এলইডি স্মার্ট টিভিতে চলছে ১০ শতাংশ ছাড়। এছাড়াও এলইডি ও সিআরটি টিভিতে সর্বোচ্চ সাত শতাংশ ছাড় দিচ্ছে দেশীয় কোম্পানিটি।

ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ সাব্বির বাংলানিউজকে বলেন, আমাদের পণ্য দেশে তৈরি করা হচ্ছে বিধায় ইনপোর্ট খরচ লাগছে না, তাই কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।

বাণিজ্যমেলার ওয়ালটন প্যাভিলিয়নের টিভি ইনচার্জ কায়সার জানায়, বাজারের চাহিদা ও ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে এলইডি টিভির দাম কমানো হয়েছে।

সিআরটি টিভি অনেক আগে থেকেই দেশের বাজারে জনপ্রিয় ছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এই মডেল রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাণিজ্যমেলায় ১৯ ইঞ্চি এলইডি টিভি এগারো হাজার ৫শ’ টাকা। সিআরটি ১৪ ইঞ্চি (২টি মডেল) ৮ হাজার ৯শ’ ও ২১ ইঞ্চি (৫টি মডেল) ১২ হাজার ২শ’ থেকে ৮শ’ টাকা পর্যন্ত। এছাড়া ২৪ ইঞ্চি এলইডি টিভি ১৫ হাজার ৯শ’ টাকা।   ২৮ ইঞ্চি এলইডি টিভি ২০ হাজার ৯শ’ টাকা।

এলইডি টিভির আরও মডেল রয়েছে ৩২", ৪০", ৪৩", ৪৯", ৫৫" ইঞ্চি।

স্মার্ট এলইডি ৪৩", ৪৯", ৫৫" ইঞ্চি মডেলের টিভি আগেরর দাম থেকে ৫ থেকে ৭ হাজার টাকা কম মূল্যে বিক্রি হচ্ছে।

৪৩" ইঞ্চি এলইডি টিভির বর্তমান মূল্য ৫০ হাজার ৩শ’ ৫০ টাকা, যা আগে ৫৫ হাজার ৯শ’ টাকা ছিল। এছাড়া ৪৯" ইঞ্চি ৬২ হাজার ৯শ’ ৫০ টাকা, যা আগে ছিল ৬৯ হাজার ৯শ’ টাকা। ৫৫" ইঞ্চির দাম ৮৫ হাজার ৯শ’ টাকা থেকে কমে ৭৭ হাজার ৩শ’ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এফবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।