ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে ৫ দিনব্যাপী এসএমই মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ময়মনসিংহে ৫ দিনব্যাপী এসএমই মেলা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ৫ দিনব্যাপী আঞ্চলিক এসএমই মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর টাউন হল মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।



জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।

৫ দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ৫০টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনের পর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

এ মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও ডিজাইনসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।