ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোরে রাকাব শাখা ব্যবস্থাপক-মাঠকর্মীদের যৌথ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
নাটোরে রাকাব শাখা ব্যবস্থাপক-মাঠকর্মীদের যৌথ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), নাটোর জোনের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের যৌথ সম্মেলন-২০১৬  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) নাটোরের গোল্ডেন সিটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাকাব নাটোরের জোনাল ম্যানেজার নজরুল হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- রাকাব’র ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন- রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মুহম্মদ মাহমুদ হাসান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রাকাব জোনাল নিরীক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ জোনের ২২টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীসহ জোনাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সম্মেলনে রাকাব’র ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ, নাটোর জোনের শাখাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী হালনাগাদ আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, শ্রেণীকৃত ও সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ আদায়ের ওপর পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি আগামী ৩০ জুনের মধ্যে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করার মাধ্যমে সব শাখাকে লাভজনক করার জন্য শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।