ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেহেন্দিগঞ্জে রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
মেহেন্দিগঞ্জে রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘স্বপ্ন নির্মাণে আমরা’ -এই স্লোগানে বরিশালের মেহেন্দিগঞ্জে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের পাতারহাটে ৪০ জন রাজমিস্ত্রীর অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



পরিবেশক ও মেসার্স সৈয়দ স্টোরের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন গাজীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার কবির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেন্দীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার আলম আজাদ, খুচরা বিক্রেতা ও মেসার্স মাটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুব আলম জীবন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার কাওসার হোসেন।

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত রাজমিস্ত্রিদের কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার ও গুণগত মান সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠানে ৪০ জন রাজমিস্ত্রিকে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। পরে সবাই নৈশভোজে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।