ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুড়িগ্রামে অগ্রণী ব্যাংকের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
কুড়িগ্রামে অগ্রণী ব্যাংকের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামে অগ্রণী ব্যাংকের উদ্যোগে সাড়ে ৩’শ দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের দাদা মোডের রেড ক্রিসেন্ট অফিস চত্বরে অগ্রণী ব্যাংক কুড়িগ্রাম শাখার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।



শীতার্ত নারী-পুরুষের মাঝে প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আক্তার হোসেন আজাদ।

সেখানে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এসএম মোস্তফা-ই-কাদের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, অগ্রণী ব্যাংক কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক কুড়িগ্রাম শাখার সভাপতি শামসুদ্দিন ইলিয়াস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।