ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলা

শেষ শুক্রবারে ক্রেতা-দর্শনার্থীর ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
শেষ শুক্রবারে ক্রেতা-দর্শনার্থীর ঢল ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দু’দিন পরেই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সে বিবেচনায় আজই মেলার শেষ শুক্রবার (২৯ জানুয়ারি)।

আর তাই মেলায় ক্রেতা-দর্শনার্থীর ঢল নেমেছে।

সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা-দর্শনার্থীরা আসতে শুরু করেন। এতে ফার্মগেট, খামারবাড়ি হয়ে মিরপুর-১০ নম্বর রুট ও মহাখালী থেকে বিজয় সরণি হয়ে মিরপুর রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে দুপুরের আগেই মেলার পার্কিং কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিশেষ করে মেলা সংলগ্ন ১ ও ২ নম্বর গেটে আর গাড়ি রাখার টোকেন দেওয়া হচ্ছে না। ফলে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩ নম্বর গেটে পার্কিং চলছে।

মেলার ভেতরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিশু থেকে শুরু প্রবীণ পর্যন্ত সব পেশার মানুষ প্যাভিলিয়ন ঘুরে ঘুরে পছন্দের পণ্যসামগ্রী ক্রয় করছেন।

তবে এদের মধ্যে ইউনিফর্ম পরিহিত বেশ ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও দেখা গেছে। যারা ব্যস্ত রয়েছে সেলফি তুলতে। বাচ্চাদের বায়নায় কোনো কোনো বাবা-মাকে দেখা গেছে হকারদের কাছ থেকে আম ভর্তা, পেয়ারা, আচার কিনতে।

সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশেই চলছে বেচাকেনা। দোকানদাররা ব্যস্ত ক্রেতা-আকৃষ্টে। শেষের দিকে আয়োজন বলেই হয়তো তারা হাঁক ডেকে চলছেন।

মেলায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আহসান হাবীব নাতনিকে নিয়ে এসেছেন খেলনা কিনতে। বাংলানিউজকে তিনি বলেন, বায়না ধরেছে নাতনি। তাই বেশ কিছু খেলনা কিনতে এসেছি।

রেবেকা আক্তার নামের এক গৃহিণী বলেন, ঘরের কিছু ফার্নিচার দেখতে এসেছি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।