ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ল’ অ্যান্ড রিকভারি ডিভিশন, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও নির্বাচিত শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর নিউ ইস্কাটনে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক  এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুল ও ওয়াসিফ আলী খানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, নির্বাচিত ৩০টি শাখার ব্যবস্থাপক, ল’ অ্যান্ড রিকভারি ডিভিশন ও ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের নির্বাহী কর্মকর্তারা।

সভায় বক্তারা ২০১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান বজায় রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবা, শ্রেণীকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।