ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে আল-আরাফাহ ব্যাংকের উন্নয়ন সম্মেলন

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
চট্টগ্রামে আল-আরাফাহ ব্যাংকের উন্নয়ন সম্মেলন ছবি : সংগৃহীত

ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) ব্যাংকের মুরাদপুর শাখায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

আল আরাফাহ ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুজিবুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম।

সম্মেলনে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, এ কে এম আমজাদ হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদও উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ১৫টি শাখার ব্যবস্থাপকমহ সংশ্রিষ্ট কর্মকর্তারা অংশ করেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।