ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহ্জালাল ইসলামী ব্যাংক-এসএসএল চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
শাহ্জালাল ইসলামী ব্যাংক-এসএসএল চুক্তি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর গ্রাহকদের ‘এসএমএস ব্যাংকিং সেবা’ প্রদানের লক্ষ্যে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এসএসএল ওয়্যারলেস এর মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের গ্রাহকরা মোবাইলের মাধ্যমে তাদের লেনদেনের তথ্য জানতে পারবেন।



এছাড়া প্রতিটি লেনদেনের তথ্য সম্পর্কিত তাৎক্ষণিক মেসেজ ও ব্যাংকের নতুন কোনো সেবার বিষয়েও মেসেজ পাবেন গ্রাহকরা।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিসিসিআই’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।