ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈশ্বরদীতে ব্যাংক এশিয়ার উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ঈশ্বরদীতে ব্যাংক এশিয়ার উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: ঈশ্বরদীতে ব্যাংক এশিয়ার উদ্যোগে মেধাবি ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে এ উপলক্ষে ঈশ্বরদীস্থ বিএসআরআই মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন।

ব্যাংক এশিয়া ঈশ্বরদীর শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বরুণ কান্তি সাহা, বাংলাদেশ সুগারক্রপ রিচার্স ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, ঈশ্বরদী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া রাজশাহীর শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়ার শাখা ব্যবস্থাপক আলী আহসান প্রমুখ।

এ অনুষ্ঠানে ১২জন দরিদ্র মেধাবি শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা বৃত্তির চেক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।