ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘চিংড়ি চাষ লোনা পানি থেকে স্বাদু পানিতে রূপান্তর করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
‘চিংড়ি চাষ লোনা পানি থেকে স্বাদু পানিতে রূপান্তর করতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষকে লোনা পানি থেকে স্বাদু পানিতে রূপান্তরিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
 
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘লোনা পানির শোষণ সন্ত্রাস’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।


 
ডেপুটি স্পিকার বলেন, এখন বিদেশে লোনা পানির যে চিংড়ি সে চিংড়ির কিন্তু বিদেশে খুব কম। বরং স্বাদু পানির যে চিংড়ি তা চাহিদা অনেক বেশি। স্বাদু পানিতে চিংড়ি চাষের জন্য এখন সেখানে ঘেরের সঙ্গে সঙ্গে চারটি ফসলের উৎপাদন হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরো উদ্যোগ গ্রহণ করা উচিত।
 
‘স্বাদু পানিতে চিংড়ি চাষের ফলে খুলনা উপকূলীয় অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি পেয়েছে’ উল্লেখ করে তিনি আরো বলেন, যে মানুষটির থাকার ঘর ছিল না তার এখন দোতলা পাকা ঘর হয়েছে। তাহলে তার আরও বেশি করে উদ্যোগ নেওয়া উচিত। ওই অঞ্চলের মানুষকে শোষণমুক্ত করা, সন্ত্রাসমুক্ত করা এবং  তাদেরকে সুন্দর অর্থনৈতিক উন্নয়নে ফিরে আনার ক্ষেত্রে প্রকল্প নিতে হবে।
 
ডেপুটি স্পিকার বলেন, চিংড়র ঘেরকে কেন্দ্র করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। তখন চাষিদের যারা হত্যা করেছেন তারা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ডিসি-এসপিসহ থানা প্রশাসনকে প্রভাবিত করে এ ধরনের কাজ করেছেন।

তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লোনা পানি থেকে স্বাদু পানিতে চিংড়ি চাষকে রূপান্তর করার সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান ডেপুটি স্পিকার।
 
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, চিংড়ি চাষের একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এখন লোনা পানিতে চিংড়ি চাষ হাজার হাজার একরে নয়, ৩৩ একরে সীমাবদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে জনগণকে তাদের অধিকার আদায়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
 
সাংবাদিক রাহুল রাহার সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পাইকগাছা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান রশিদুজ্জামান রশিদ, বইয়ের লেখক রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নিখিল ভদ্র।
 
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।