ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পর্যটন ও অবকাঠামো নির্মাণে কাজ করতে আগ্রহী তুরস্ক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
পর্যটন ও অবকাঠামো নির্মাণে কাজ করতে আগ্রহী তুরস্ক

ঢাকা: পর্যটন ও অবকাঠামো নির্মাণ খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তুরস্ক। এছাড়া দুদেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরো বেগবান করতেও আগ্রহ
দেখিয়েছে দেশটি।



বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত ডেভরিন ওতুর্ক।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও আলোচনা হয়। তুরস্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ভবিষ্যতে এটি আরো বেগ‍বান হবে। এ সময় তিনি তুর্কি রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান। এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আঙ্কারার এ দক্ষ কূটনীতিক।

বাংলাদেশ ও তুরস্ক পর্যটন ও অবকাঠামো নির্মাণ খাতে এক সঙ্গে কাজ করতে পারে জানিয়ে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশের এ ব্যাপারে ভালো অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫
জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।