ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বনাথে প্রাইম ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
বিশ্বনাথে প্রাইম ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাইম ব্যাংক বিশ্বনাথ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এলাকার শতাধিক শীতার্তদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।



শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথের অলংকারী পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ও উপশহর শাখার ম্যানেজার তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সভাপতি কবি ও সাংবাদিক নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অ্যাসোসিয়েশন ইউকে সভাপতি মো. জামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাব’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় মহাসচিব সমাজসেবী এমএ হক, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলাউদ্দিন বাবুল, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি এমএ মল্লিক আহমেদ, সমাজসেবী ও শিক্ষানুরাগী ফারুক আহমদ, ব্যাংকের বিশ্বনাথ শাখার সহকারী ব্যবস্থাপক আনোয়ারুল হক, তলিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আজম আলী, নুরে মদিনা অর্গানাইজেশন ইউকে’র জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম জাকারিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মো. রাজা মিয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুল হাসিম, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মুসলিম মিয়া, তোতা মিয়া, কাছা মিয়া, আছাব আলী, তেরাব আলী, সাহেল মিয়া, আব্দুল করিম প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন জাগরণ শিল্পীগোষ্ঠীর শিল্পী আশরাফ উল্লাহ।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।