ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

র‌্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার দিলো বসুন্ধরা সিমেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
র‌্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কার দিলো বসুন্ধরা সিমেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ৫৬তম কনভেনশনের মূল আকর্ষণ র‌্যাফেল ড্রয়ের পুরস্কার প্রদান করেছে বসুন্ধরা সিমেন্ট।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) ইঞ্জিনিয়ার সরোজ কুমার বড়ুয়া।



রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রকৌশলীদের কার্যক্রম ও অগ্রগতির নানা দিক, নতুন সৃজনশীল কাজের বিভিন্ন বিষয় কনভেনশনের প্রবন্ধে তুলে ধরা হয়।

সারাদেশ থেকে আসা সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা এ কনভেনশনে অংশগ্রহণ করেন।

৫৬তম কনভেনশনে সিলভার ক্যাটাগরিতে অংশ নেয় বসুন্ধরা সিমেন্ট।

প্রকৌশলীদের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ করে বসুন্ধরা সিমেন্ট তার পণ্যের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ নিশ্চিত করছে। যার বাৎসরিক সক্ষমতা ৫ থেকে ৬ মিলিয়ন টন। যা সিমেন্ট সেক্টরে সর্বোচ্চ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বর্তমানে দেশের সর্বোচ্চ অর্থনৈতিক প্রজেক্ট পদ্মা মূল সেতু, পদ্মা নদী শাসন প্রকল্প, পদ্মা অ্যাপ্রোচ রোড প্রকল্প, ফেনী-মহিপাল ফ্লাইওভার, দ্বিতীয় ভৈরব রেল সেতু, দ্বিতীয় তিতাস রেল সেতুসহ বিভিন্ন মেগা বিদ্যুৎ প্লান্টের কাজে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমআইকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।