ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০১৫ সাল

গ্রামীণফোনের আয় ১০৪৮০ কোটি টাকা, গ্রাহক ৫ কোটি ৬৭ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
গ্রামীণফোনের আয় ১০৪৮০ কোটি টাকা, গ্রাহক ৫ কোটি ৬৭ লাখ ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৫ সালে ১০ হাজার ৪শ ৮০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি।

একই বছর নতুন ৫২ লাখ গ্রাহক যোগ হয়ে গ্রাহকসংখ্যা উত্তীর্ণ হয়েছে ৫ কোটি ৬৭ লাখে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি ও সিএফও দিলীপ পাল।

রাজীব শেঠি জানান, নতুন গ্রাহক ও সেবা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। একইসঙ্গে গ্রাহকদের ব্যবহার্য ডিভাইস ও অন্য রাজস্ব বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

ডাটা রাজস্বের ৬৬ শতাংশ ও মূল্য সংযোজিত সেবার রাজস্ব ৩১ শতাংশ বাড়ায় এ প্রবৃদ্ধি এসেছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রাহক বাড়ায় সিম মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৪ শতাংশ। ডাটা গ্রাহকের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১ কোটি ৫৭ হয়েছে। ডাটা ব্যবহারের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে প্রায় তিন গুণ।

রাজীব শেঠি বলেন, বছরের শুরুটা কঠিন হলেও গ্রামীণফোন ব্যবসায়িক সাফল্য অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। ডাটা ছিলো প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি, অন্যদিকে ভয়েস প্রতিযোগিতামূলক অফারের কারণে ছিলো চাপে। ভবিষ্যতে গ্রাহককের জীবনে ডিজিটাল পার্টনার হিসেবে অবস্থান নিয়ে প্রবৃদ্ধি ও মূল্য সংযোজনের লক্ষ্য আমরা স্থির করেছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়কর দেওয়ার পর ২০১৫ সালে মুনাফা হয়েছে ১৯শ ৭০ কোটি টাকা, যা ২০১৪ সালে ছিলো ১৯শ ৮০ কোটি টাকা।

গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন, গ্রামীণফোন ২০১৫ সালে থ্রি-জি নেটওয়ার্ক, টু-জি নেটওয়ার্কের মান উন্নয়ন ও আইটি অবকাঠামোর দক্ষতা বাড়াতে ১৯শ ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

২০১৫ সালে গ্রামীণফোন সরকারি কোষাগারে ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে ৫ হাজার ১শ ১০ কোটি টাকা দিয়েছে, যা কোম্পানির মোট রাজস্ব আয়ের ৪৮ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।