ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হ্যান্ডসাম আয়ের হাতছানি আউটসোর্সিংয়ে

সুকুমার সরকার, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
হ্যান্ডসাম আয়ের হাতছানি আউটসোর্সিংয়ে

ঢাকা: বিশ্বজুড়ে আউটসোর্সিং আয় এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা এতে কর্মস্থলে যাওয়ার  কোনো  দৌঁড়াদৌঁড়ির ব্যাপার থাকে না।

ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের আন্তর্জাতিক অনলাইন মার্কেট প্লেসগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে কাজ করা যায়।
 
চাকরিজীবী থেকে শুরু করে দেশের শিক্ষার্থীরা এ কাজ করে ভাল উপার্জন করতে পারেন। শুধু বৈদেশিক মুদ্রা আয় নয়- এতে দেশের সুনামও বাড়ে। বিশ্ব জানে, ডিজিটালে অগ্রগতি ঘটেছে দেশের।
 
ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থানকে আরও সংহত করতে আউটসোর্সিং প্রশিক্ষণের একটি আন্তর্জাতিক রোল মডেল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, আউটসোর্সিং প্রশিক্ষণের আন্তর্জাতিক রোল মডেল তৈরির অংশ হিসেবে আমরা প্রথমে ১০ হাজার তরুণ-তরুণীকে ৬ মাসব্যাপী প্রশিক্ষণের পাইলটিং করতে যাচ্ছি।  
 
তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণের কোর্সটি ডিজাইন করা হচ্ছে এবং হাতে-কলমে এমনভাবে তা শেখানো হবে, যেন একজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ চলাকালে মাসে ন্যূনতম ২০০ ডলার আয় করতে পারবেন। সরকারের এমন মহৎ উদ্যোগের সহযাত্রী হয়েছে বিশ্বব্যাংক।
 
বিশ্বব্যাংকের অর্থায়নে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেবে।
 
আগ্রহীদের দেওয়া হবে ৬ মাস ব্যাপী প্রশিক্ষণ। আগামী তিন মাসের মধ্যে প্রশিক্ষণ শুরুর কথা বাংলানিউজকে বললেন পলক।
 
মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কোর্সটি কার্যকর এবং সাফল্যের সঙ্গে শেষ হলে এটি হবে একটি আন্তর্জাতিক রোল মডেল। কারণ এ প্রশিক্ষণে একজন প্রশিক্ষণার্থীর সঙ্গে আন্তর্জাতিক অনলাইন মার্কেট প্লেসগুলোর যোগসূত্র স্থাপিত হবে এবং তিনি ওইসব মার্কেটপ্লেস থেকে কাজ নিয়ে ভাল আয় করেই কোর্স শেষ করে বের হবেন।
 
পরবর্তীতে তাঁর আয়ের এ ধারা অব্যাহত থাকবে। এলআইসটি প্রকল্পের এ প্রশিক্ষণের সাফল্যের উপর ভিত্তি করে এ মডেলটিই যাতে ভবিষ্যতে অন্যরা আউটসোর্সিয়ের প্রশিক্ষণে অনুসরন করে সে উদ্যোগ গ্রহণ করা হবে।
 
পলক বলেন, এর মাধ্যমে দেশের যুবকদের  সম্মানজনক আত্মকর্মসংস্থান সৃষ্টির পথ বাতলে দেয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত- প্রতি পরিবার থেকে একজনের কর্মসংস্থান করার লক্ষ্য বাস্তবায়নকে এগিয়ে নেয়াই আমাদের এ লক্ষ্য।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন মার্কেটপ্লেসে বাংলাদেশের পাঁচ লক্ষাধিক নিবন্ধিত ফ্রিল্যান্সার রয়েছেন। এদের মধ্যে প্রায় আড়াই লক্ষ সক্রিয় ফ্রিল্যান্সার যারা ফ্রিলান্সিং কাজে বিশ্বে বাংলাদেশের অবস্থানকে সুসংহত করেছে।
 
মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে  পাঁচ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার উপার্জন করা। একাজে সম্পৃক্ত করা হবে  ১০ লাখ তরুণ-তরুণীকে। দূর হবে দেশের বেকারত্ব।
 
তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এটি কারনি’র প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশ ২৬তম অবস্থান থেকে চার ধাপ এগিয়েছে।
 
তারও আগে বিশ্বের বড় অনলাইন মর্কেট প্লেস ‘ওডেক্স’-এ আউটসোর্সিংয়ে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। বাংলাদেশের অবস্থানকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার জন্যই আউটসোর্সিং প্রশিক্ষণের একটি আন্তর্জাতিক মডেল দাঁড় করানোর উদ্যোগ আমরা নিয়েছি।  
 
এলআইসিটি প্রকল্প আউটসোর্সিং কোর্স চালু ও প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে।   সকল আনুষ্ঠানিকতা শেষে আগামী তিন মাসের মধ্যে এ কোর্স চালু করা সম্ভব হবে।
 
এলআইসিটি প্রকল্পের কমিউনিকেশন স্পেশালিষ্ট অজিত কুমার সরকার বাংলানিউজকে জানান, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অতীতের যেকোন সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে আত্মনির্ভরশীল হওয়ার গতি অনেক বেশি।
 
আর আত্মনির্ভরশীল হওয়ার অন্যতম হাতিয়ার হতে পারে ফ্রিল্যান্সিং কাজ করে হ্যান্ডসাম অর্থ আয় করা। সুবিধা হলো- এটা তো ঘরে বসেই করা যায়।
 
এলআইসিটি প্রকল্পের আইটি/আইটিইএস কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ বাংলানিউজকে বলেন, আমরা গুরুত্ব দিচ্ছি প্রশিক্ষণের গুণগত মানের উপর। সেজন্য প্রশিক্ষণ শেষে প্রতিটি ব্যাচের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে।
 
তিনি জানান, যিনি সাফল্যের সাথে উত্তীর্ণ হবেন তাকে একটি মানসম্মত সার্টিফিকেট দেয়া হবে। যা তিনি দেশে-বিদেশ তাঁর কর্মক্ষেএে সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার কাজে ব্যবহার করতে পারবেন।
 
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।